c তে ইনপুট নেয়া ও দেখা

07/02/2009 22:01

c তে কোন কিছু ইনপুট নেয়ার জন্য scanf(); ফাংশন টি সাধারনত ব্যবহার করা হয় | c তে ইনপুট নেয়ার জন্য আগে আমাদের কে variable  নিতে হবে।  আমারা যে ধরোনের ইনপুট নিতে চাই সেই ধরনের variable তে হবে । scanf  এ দিয়ে ইনপুট নেয়ার নিয়মঃ-

     integer -      scanf(”%d”,&x);

     float     -      scanf(”%f”,&x);

     double  -     scanf(”%lf”,&x);

    long int  -     scanf(”%ld”,&x);

    char       -     scanf(”%c”,&x); 

 আমাদের মনে রাখতে হবে যে :-

                   int এর সময় %d 

                   float  এর সময় %f

                   double  এর সময় %lf 

                    long int  এর সময় %ld 

                    char  এর সময় %c

আমি scanf() লেখার সময় &x ব্যবহার করেছি  এর মানে হল  ইউজার যা টাইপ করবে তা  x এ্যাড্রেসে রাখবে |

  ইনপুট নেয়াঃ- 

 c তে ইনপুট নেয়ার জন্য printf(” “); ফাংশন টি ব্যবহার করা হয়। printf(” “);  এর double  quotaion  এর মধ্যে  আমারা যা কিছু লেখি না কেন  তা আউটপুটে দেখাবে।

               যেমনঃ-   আমারা যদি লেখি 

    printf(”MY NAME IS PLABON “);   

                      তাহলে 

                 আউটপুটে দেখাবে

        MY    NAME IS PLABON ।

আমরা যদি  কোন variable এর মান দেখতে চাই তাহলে scanf(); এর  মত লেখতে হবে শুধু &x  এর জায়াগায় শুধু  x লেখতে হবে।

         যেমনঃ-

                                INTEGER       -     scanf(”%d”,x);

 FLOAT         -     scanf(”%f”,x);

DOUBLE        -    scanf(”%lf”,x);

LONG INT     -     scanf(”%ld”,x);

CHAR           -      scanf(”%c”,x);

Search site

Contact

প্লাবন ঘোষ

আপনার মতামত দিন। মতামত দিতে মন্তব্য পৃষ্টায় গিয়ে লিখুন। মন্তব্য দেওয়ার আগে ওয়েব এর লিচের দিকের দেয়া ফরমটি পূরন করুন। আপনার কোন কিছু বুঝতে সমস্যা হলে তা ও যানান